যারা MySql Database নিয়ে কাজ করেন তাদের বিভিন্ন কারণে MySql Database এ Auto Increment কে ০ থেকে শুরু করতে হয়ে। কিন্তু এটি MySql Database থেকে সহজে করা যায় না। কারণ এটি করার কোনো অপশন নেই। তবে MySql Database এ একটি query করে তা সহজে করা যায়। query টি নিম্নে দেওয়া হলো। এই কোডটি SQL Database এ SQL Command এ গিয়ে পেস্ট করুন। এর পর টেবিলের নাম পরিবর্তন করুন এবং Execute এ ক্লিক করুন। তাহলে তা হয়ে যাবে। @num := 0; এখানে 0 এর পরিবর্তে প্রয়োজন অনুসারে যে কোনো সংখ্যা থেকে শুরু করা যেতে পারে। যেমন-1/2/5 ইত্যাদি।
SET @num := 0;
UPDATE your_table SET id = @num := (@num+1);
ALTER TABLE your_table AUTO_INCREMENT =1;