উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ‘মাই কম্পিউটার’ আইকন খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারের ডেক্সটপে এটি না থাকলে অনেকে পক্ষে কাজ করতে বা ফাইল ব্রাউজ করতে অসুবিধা হয়। কিন্তু উইন্ডোজ অপারেটিং সিস্টেম নতুন করে ইন্সটল করলে প্রাথমিক অবস্থায় ‘My Computer’ আইকনটি ডেক্সটপে দেখা যায় না। অনেক সময় কোনো কারণে তা ডেক্সটপ থেকে ডিলিট হয়ে যেতে পারে। এটি সহজে আনা যায়। Windows 10-এ ডেক্সটপে আনেতে হলে প্রথমে ডেক্সটপের ফাঁকা স্থানে ডান মাউস ক্লিক করে পার্সোনালাইজে (Personalize) ক্লিক করুন। এরপর সে উইন্ডোটি ওপেন হবে তার বাম দিকের প্যানেলে থিম (Theme) অপশটিতে ক্লিক করুন। এবার Desktop icon settings-এ গিয়ে Computer- এ টিক চিহ্ন দিন বা নির্বাচিত করুন এবং Ok তে ক্লিক করে বেরিয়ে আসুন। এবার ডেক্সটপে দেখবেন This PC নামে একটি আইকন এসেছে। প্রক্রিয়াটি সংক্ষেপে নিম্ন রূপ:
Right Click of Mouse on Desktop- Personalize – Theme – Desktop icon setting – Computer – Ok.