অনেক সময় কম্পিউটার ও ল্যাপটপ চালু হবার সময় ‘CMOS Checksum Bad- Date Time Not Set’ বার্তা দেখা এবং F1/F2 চাপতে বলে। F1/F2 চাপা না হলে কম্পিউটার চালু হয় না। প্রতিবার কম্পিউটার বা ল্যাপটপ চালুর সময় এটি দেখায়। বার বার সময় ও তারিখ পরিবর্তন করেও ৪/৫ বছর আগের তারিখ দেখায় এবং সময়ও ঠিক থাকে না। এটি মূলতঃ হয়ে থাকে BIOS ব্যাটারী নষ্ট হয়ে থাকলে। এটি নষ্ট হলে কম্পিউটার তার বর্তমান বা ক্রমঃপরিবর্তিত ডেট-টাইম ধারে রাখতে পারে না- ‘ডিফল্ট ডেট-টাইম মুডে’ চলে যায়। এটি আরেকটি কারণেও হয়ে থাকে। সেটি হলো- অনেক সময় ব্যাটারী নড়ে গেলে বা ঠিক মতো ব্যাটারী চেম্বারে বসে না থাকলে।
প্রতিটি কম্পিউটার ও ল্যাপটপে একটি করে BIOS ব্যাটারী থাকে যা মাদরবোড এর সাথে যুক্ত থাকে। এটি দেখতে অনেকটা এক টাকার কয়েনের মতো। এটি কম্পিউটার বা ল্যাপটপের মাদারবোর্ডের সাথে থাকে। আপনার কম্পিউটার যদি ডেস্কটপ হয় তবে তার সমাধান আপনি নিজেই করতে পারবেন। কিন্তু ল্যাপটপ হলে ঝুঁকি নিবেন না। কারণ ল্যাপটপ খুলে তা ঠিক করা অত্যন্ত জটিল। ল্যাপটপ খোলার অভিজ্ঞতা না থাকলে অন্য কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সমস্যাটি যদি ল্যাপটপে হয় তা হলে চেষ্ট না করাই ভালো। যদি ডেস্কটপ হয় তাহলে, প্রথমে সিপিইউটি ওপেন করুন এবং ব্যাটারীটির অবস্থান লক্ষ্য করুন। এবার ব্যাটারীটি হাত দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে ব্যাটারী চেম্বার হতে তুলে নিন। এবার নতুন ব্যাটারীটি ঐ স্থানে লাগিয়ে দিন। এবার কম্পিউটারটি অন করুন এবং F1/F2 চাপতে বললে তা চেপে কম্পিউটার অন করুন। এরপর আপনার কম্পিউটারের সময় ও তারিখ ঠিক করে নিন। দেখবেন সমস্যাটি আর থাকবে না। কম্পিটারের দোকানে এবং ঘড়ির দোকানে এই ব্যাটারীটি পাওয়া যায়।
