ইলেক্ট্রনিক্স ডিভাইস কিছুটা উষ্ণ (warm) হবে এটা স্বভাবিক। কিন্তু মাত্রাতিরিক্ত গরম (hot/overheat) হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটটি মাত্রাতিরিক্ত গরম হচ্ছে। স্মার্টফোন সেটগুলো প্রধাণত দুটি কারণে মাত্রাতিরিক্ত গরম হয়ে যায়। একটি হচ্ছে ব্যবহারজনিত কারণ অর্থাৎ নিয়মমতো বা ঠিকমতো ব্যবহার না করা এবং অপরটি হচ্ছে সেটের যান্ত্রিক বা নির্মাণগত সমস্যা বা হার্ডওয়্যারজনিত সমস্যা। নিম্নে কয়েকটি উপায়ে স্মার্টফোনের মাত্রাতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা যায়।
১. স্মার্টফোনের ওয়াই-ফাই, ব্লুটুথ ও লোকেশন ফাংশন বা সার্ভিস প্রয়োজন হলে চালু করুন আর না হলে সবসময় বন্ধ রাখুন। এতে অবশ্য ব্যাটারীর চার্জও দীর্ঘস্থায়ী হয়।
২. একাধিক এ্যাপস চালু রাখবেন না। মিনিমাইজড এ্যাপসগুলোর যেটি অপ্রয়োজনীয় সেটি বন্ধ করে দিন।
৩. প্রয়োজন না হলে অহেতুক বেশিক্ষণ ইন্টারনেট ব্রাউজ করা থেকে বিরত থাকুন, বিশেষত 2G বা ধীরগতি সম্পন্ন ইন্টারনেট হলে।
৪. নিয়মিত ও প্রয়োজনীয় এ্যাপসগুলো আপডেট করুন। তবে সেটের র্যাম, প্রসেসর কম থাকলে বেশি আপডেট না কারাই ভালো।
৫. কম দামী, নকল বা ডুবলিকেট ব্যাটারী ও চার্জার ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৬. স্মার্টফোনটি যদি হাই গ্রাফিক্স/রেজুলেশন গেমস সাপোর্ট না করে অর্থাৎ খেলার সময় খেলা ধীর গতি হয়, থেমে থেমে যায় বা হ্যাঙ্গ করলে কিংবা ভিডিও চলাকালীন সময়েও যদি ঐরূপ হয় তবে তা না চালানো ভালো। কারণ সেটটির র্যাম, প্রসেসর তা সার্পোট করে না।
৭. চার্জ চলাকালীন ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৮. ফোন সেট সার্ভিসিং বা রিপেয়ারিং করার পর যদি মনে হয় গরম হচ্ছে তবে তা আবার টেকনিশিয়ানকে দেখাতে পারেন। ফোন সেট সার্ভিসিং করাতে হলে দক্ষ টেকনিশিয়ানকে দেখানোর চেষ্টা করুন।
৯. স্মার্টফোন সেটটি কেনার পর যদি মনে হয় মাত্রাতিরিক্ত গরম হচ্ছে তবে তা দ্রুত পরিবর্তন বা রিপ্লেসের ব্যবস্থা করুন।
১০. ফোন সেটটি পর্যাপ্ত তাপ নির্গমন নিশ্চিত করুন। তাই ব্যাগের মধ্যে রাখতে হলে গাদাগাদি করে রাখবেন না। পর্যাপ্ত স্পেস যেন থাকে এমন স্থানে রাখুন। পকেটের মধ্যে অনেক্ষণ রাখতে হলে অপ্রয়োজনীয় সকল এ্যাপস, সার্ভিস (ওয়াই-ফাই, ব্লুটুথ ও লোকেশন ফাংশন ইত্যাদি) বন্ধ রাখুন।
১১. স্মার্টফোন সেট ফুল চার্জ হলে ডিসকানেক্ট করুন। সারা রাত সেটে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।
১২. চার্জচলাকালীন ফোনে কথা বলা থেকে বিরত থাকুন।