প্রায় প্রতিটি ইন্টারভিউ বোর্ডে বেশ কিছু ব্যতিক্রমী ও অপ্রত্যাশিত প্রশ্ন করা হয়ে থাকে। যারা নতুন ইন্টারভিউ ফেস করছেন তারা এই প্রশ্নগুলো সম্পর্কে পূর্ব থেকে কোনো প্রস্তুতি থাকে না। আবার এই প্রশ্নগুলো যে ইন্টাভিউ বোর্ড করতে পারে তা অনেকের ধারানার বাইরে। ফলে অনেকের জন্য জীবনের ইন্টারভিউ বোর্ড বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। প্রশ্নগুলোর সঠিক উত্তর না পারলে তা অনেক সময় চাকরি না হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রশ্নগুলো জেনে ইন্টারভিউয়ের জন্য পূর্ব প্রস্তুতি রাখা উচিৎ।
১. আপনার নামের অর্থ কি? এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন।
২. আপনার সম্পর্কে সংক্ষেপে বলুন।
৩. আপনি কোন জেলার বাসিন্দা? আপনার জেলার নামকরণ কিভাবে হয়েছিল?
৪. আপনার জেলার কয়েকজন বিখ্যাত/প্রখ্যাত ব্যক্তির নাম বলুন।
৫. আপনার জেলার ঐতিহাসিক/মুক্তিযুদ্ধের সম্পৃক্ততা নিয়ে সংক্ষেপে বলুন।
৬. আজকে বাংলা মাসের কতো তারিখ/কোন মাস/কতো সাল?
৭. আজকে আরবি মাসের কতো তারিখ/কোন মাস/কতো সাল?
৮. আপনি এখানে কেন চাকরি করতে চাচ্ছেন?
৯. আপনি এখন যে চাকরিটি করছেন তা ছাড়তে চাচ্ছেন কেন?
১০. আপনার এবং অন্যান্য প্রার্থীর মধ্যে যোগ্যতার পার্থক্য কোথায়? বা আপনি অন্য প্রার্থীদের তুলনায় ব্যতিক্রমী কিভাবে?
১১. আপনার কয়েকটি ভালো গুণের/সবলতার কথা বলুন।
১২. আপনার কয়েকটি খারাপ গুণের/দূর্বলতা কথা বলুন।
১৩. আপনাকে আমরা কেন নিয়োগ দিবো?