মসজিদে প্রবেশের দুটি দোয়া রয়েছে। মসজিদে প্রবেশের সময় ডান পা প্রথমে রেখে এটি দোয়াটি পড়তে হয়। দোয়াগুলো হচ্ছেঃ
১) “আল্লা-হুম্মাফ্ তাহলী আবওয়া-বা রহমাতিক”।
অর্থঃ হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। (সূত্রঃ মুসলিম হা/১৫৩৭, আবু দাউদ হা/৪৬৫, মিশকাত হা/৭০৩)।
২) “আ‘ঊযু বিল্লা-হিল ‘আযীম অ বিওজহিহিল কারীম অ সুলত্ব-নিহিল ক্বদীম মিনাশ শাইত্ব-নির রজীম”।
অর্থঃ আমি মহান আল্লাহর কাছ বিতাড়িত শয়তান থেকে তাঁর সম্মানিত চেহারার মাধ্যমে এবং তাঁর চিরন্তন প্রতাপের মাধ্যমে আশ্রয় চাচ্ছি। (সূত্রঃ আবু দাউদ হা/৪৬৬)।
বি.দ্র. আরবীর সঠিক উচ্চারণের জন্য আরবী পড়া উত্তম।