চাকরির বা কাজের উদ্দেশ্যে বিদেশ গমন ও ভাগ্য পরিবতর্ন বিদেশগামীদের জন্য একটি স্বপ্ন। এটি ব্যক্তি, পরিবার এবং দেশের জন্যও ভালো। কিন্তু সচেতন ও সতর্ক না হলে করুন পরিণতি হতে পারে। তাই বিদেশ যেতে হলে কয়েকটি বিষয় মনে রাখা খুবই জরুরী।
১. বৈধভাবে বিদেশ যেতে হলে পাসপোর্ট প্রয়োজন। পাসপোর্ট ছাড়া কোনোভাবেই বিদেশ গমন করবেন না।
২. লাইসেন্স আছে এমন রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে কিংবা সরকারের মাধ্যমে বিদেশ গমন করুন।
৩. কোনো ব্যক্তি, দালাল বা পাচারকারী চক্রের মাধ্যমে বিদেশ যাবেন না।
৪. নৌপথে বিদেশ যাবেন না।
৫. ভিসা যাচাই করুন।
৬. চাকরির চুক্তিপত্র এবং ওয়ার্ক পারমিট বুঝে নিন।
৭. বিএমইটি’র ডাটাবেজে নাম অর্ন্তভূক্তিকরণ করুন।
৮. বিএমইটি’র বহির্গমন ছাড়পত্র আবশ্যই নিতে হবে।
৯. বিমানের টিকেট নিশ্চিত করতে হবে।
১০. চাকরি দাতা বা যার কাছে চাকরি করতে যাবেন তার ঠিকানা এবং ঐ দেশে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা সংগ্রহ করুন।
১১. মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল সনদ গ্রহণ করুন।
১২. সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি সংরক্ষণ করুন।
১৩. বিএমইটি’র ব্রিফিং সেশনে যোগদান করুন।
উল্লেখিত কোনো একটির ব্যতিক্রম হলে আপনার বিদেশ গমন ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিদেশ যেতে হলে সচেতন ও সতর্ক হওয়া উচিৎ।