বক্ষ প্রসস্থতা ও জিব্হার জড়তা দূর হওয়ার দু’আ হচ্ছে:
রব্বিশরহলী স্বদরী অ ইয়াসসিরলী আমরী অহলুল উকদাতাম মিল লিসা-নী য়্যাফ ক্বাহু ক্বওলী।
অর্থ: হে আমার পালনকর্তা! আমার বক্ষ প্রসস্থ করে দিন এবং আমার বিষয়কে (কাজ) সহজ করে দিন। আর আমার মুখের জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।
(সূরা: ত্ব-হা- ২০:২৫-২৮)