আউটসোর্স করা অর্থ ‘বাইরে থেকে কিনে নেওয়া’ বা ‘বাইরে থেকে করিয়ে নেয়া’। কেউ তার কাজ নিজে না করে বাইরের কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নিকট থেকে করালে তাকে আউটসোর্সিং বলে। আর ফ্রিল্যান্সিং হলো কোন এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আওতায় স্থায়ীভাবে চুক্তিবদ্ধ না হয়ে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করা। চাকরির বাধ্যবধকতায় না গিয়ে, বাড়িতে থেকে নিজের মতো কারো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। কোম্পানি কিংবা ব্যক্তি আউটসোর্স করে, আর কোম্পানি কিংবা ব্যক্তি যাকে দিয়ে তা করিয়ে নেয় সে ফিল্যান্সিং করে। বিষয়টি অনেকটা মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মতো। মালিকপক্ষ আউটসোর্সিং করে আর শ্রমিকপক্ষ ফ্রিল্যান্সিং করে বা কাজটি করে দেয়। তাই ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং সমার্থক শব্দ বা এক নয়। তবে একই প্রক্রিয়ার দুই প্রান্ত।
