যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরী করেন তাদের ফাইলজিলা দিয়ে সিপ্যানেলে থিম আপলোড কিংবা ইন্সটল করতে হয়। এটি ভালো হলেও অনেক ক্ষেত্রে সময় লাগে বেশি। ফাইলজিলার একটি বিকল্প ও সহজ উপায় আছে। এটি হচ্ছে জিপ (ZIP) পদ্ধতি। এই পদ্ধতিতে যে কোনো সাইজের থিম সিপ্যানেলে আপলোড করা যায়। এটি করতে হলে প্রথমে যে থিমটি আপলোড বা ইন্সটল করবেন তা জিপ করুন। তবে মনে রাখবেন যেন থিম ফাইলটি জিপ করা হয়। এটি যেন উইন রার (Win RAR) করা না হয় এবং এর ভিতরে অন্য কোনো ফাইল বা ফোল্ডার না থাকে। অর্থাৎ একটি মাত্র ফোল্ডার থাকে। এবার জিপকৃত ফাইলটি সিপ্যানেলে গিয়ে থিম ফোল্ডারের মধ্যে আপলোড করুন। আপলোড হবার পর জিপ ফাইলটির উপর ডান মাউস বোতাম চেপে এক্সট্র্যাক্ট বা আনজিপ করুন। এবার ওয়ার্ডপ্রেস প্যানেল থেকে থিমটি এ্যাক্টিভ করুন।
