টুথপেস্ট ব্যবহার এখন সবার জন্য অপরিহার্য। আমরা সবাই টুথপেস্ট ব্যবহার করি কিন্তু ছোট্ট একটি বিষয় সম্পর্কে কম-বেশি সবাই অবগত নন, বরং ভ্রান্ত ধারণা রয়েছে। টুথ পেস্টের টিউবের শেষ প্রান্তে বা ট্রিম অংশে ছোট চারকোণাকৃতির কালো, নীল, ও সবুজ রং ব্যবহার করা হয়। কিন্তু এটি কেন? অনেকে মনে করেন এটি টুথপেস্টটি কি উপাদান দিয়ে তৈরী তা বোঝাতে কোম্পানি একটি রং ব্যবহার করে থাকে। যেমন- সবুজ অর্থ পেস্টটি প্রাকৃতিক উপদানে তৈরী। নীল অর্থ প্রাকৃতিক ও মেডিসিন এই দু’য়ের মিশ্রনে পেস্টটি তৈরী। লাল রং অর্থ প্রাকৃতিক ও কেমিক্যাল মিশ্রণে পেস্টটি তৈরী এবং কালো রং এর অর্থ পেস্টটি সম্পূর্ণ রূপে কেমিক্যাল উপাদান দিয়ে তৈরী। কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি ভুল ধারণা বা ব্যাখ্যা। আসলে এটি হচ্ছে মেশিন কাটার চিহ্নিত স্থান যা দাগ দিয়ে নির্দেশ করা হয়ে থাকে যাকে ‘আই মার্ক’ বলা হয়ে থাকে। একটি মেশিনের সেনসর টিউবটির কোন অংশটির কোন স্থান পর্যন্ত কাটবে এবং ভাঁজ করবে তা চিহ্নিত করা হয় এই রং দিয়ে। এই ধরনের রংয়ের ব্যবহার পোস্টার, লিফলেট, ক্যালেন্ডোর ইত্যাদি কাগজ প্রিন্টের সময় দেখা যায়। তবে টুথপেস্ট কি দিয়ে তৈরী তা দেখতে হলে প্যাকেটের গায়ে কিংবা টিউবের গায়ে দেখতে হবে যা ছোট, ছোট অক্ষরে লিখা থাকে। যদিও সকল উপদান বিস্তারতিভাবে লিখা থাকে না। আর ঐসব উপাদানের গুণাগুণ সম্পর্কেও বেশিরভাগ মানুষ অবগত নন।
