জ্ঞান বৃদ্ধির দুটি দোয়া রয়েছে:
১) রব্বি যিদনী ইলমা।
অর্থ: হে আমার প্রতিপালক! তুমি আমার জ্ঞান বৃদ্ধি কর।
(সূরা ত্ব-হা-২০:১১৪)
২) আল্লা-হুম্মান ফা’নী বিমা-আল্লামতানী অ আল্লিমনী মা-য়্যান ফা’উনী অ যিদনী ইলমা।
অর্থ: হে আল্লাহ! তুমি আমাকে যা শিখিয়েছে তা দিয়ে আমাকে উপকৃত কর। আর আমার জন্য যা উপকারী তা আমাকে শিখিয়ে দাও এবং আমার জ্ঞান বাড়িয়ে দাও।
( তিরমিযী হা/৩৫৯৯, মিশকাত হা/২৪৯৩)