হেপাটাইটিস হচ্ছে লিভার (যকৃৎ) এর প্রদাহ। অ্যালকোহল বা মদ, রাসায়নিক পদার্থ, অটোইমিউন ডিজিক, ঔষধ এবং উল্লেখযোগ্য সংখ্যক ভাইরাস হেপাটাইটিস সৃষ্টি করে। সাধারণত ৬ ধরণের জ্ঞাত ভাইরাস রয়েছে যেগুলো হেপাটাইটিস সৃষ্টি করে। যেমন- হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস জি। এর মধ্যে ‘হেপাটাইটিস সি’ মারাত্নক।
জেনে রাখুন হেপাটাইটিস সি যেভাবে ছড়ায়-
- রক্তের মাধ্যমে।
- নিডিল/সিরিঞ্জ শেয়ারিং করলে।
- রক্ত মাখা তুলা ও গজ ব্যবহার করলে।
- রেজার, ব্লেড ও এমনকি টুথব্রাশ দিয়েও ছড়াতে পারে।
- গর্ভবতী মা থেকে গর্ভস্থ শিশুও আক্রান্ত পারে।
- যৌন রোগ এবং এইচআইভি-র সংক্রমণ থাকলে।
- অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে।
- হেপাটাইটিস সি প্রতিরোধের উপায়ঃ
- পরীক্ষা ছাড়া রক্ত দেওয়া ও নেওয়া না করা।
- অন্য কারো সুঁই-সিরিঞ্জ, রক্ত মাখা তুলা ও গজ ব্যবহার না।
- অন্যের রেজার ও টুথব্রাশ ব্যবহার না করা।
- সেলুনে অন্যের ক্ষুর এবং ব্যবহৃত ব্লেড ব্যবহার না করা।
- অনিরাপদ যৌন মিলন না করা।
- গর্ভবতী মা থেকে গর্ভস্থ শিশুও আক্রান্ত সম্ভাবনা রয়েছে। তাই আক্রন্ত হলে সন্তান নেবার পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে।