ফেসবুকে প্রোফাইল ছবি এবং কভার পেজের ছবি দিতে গিয়ে বা আপলোড দিতে গিয়ে দেখা যায় যে, ছবি ঠিক মতো কভার পেজে বসছে না। এটি বেশি হয়ে থাকে বিশেষত কিছু লেখাযুক্ত কভার পেজ আপলোড করতে গেলে। এতে কম-বেশি সবাইকে ঝামেলা পোহাতে হয়। নিচের মাপ অনুযায়ী ছবি সেট করলে কোনো ঝামেলা হবে নাঃ
প্রোফাইল ফটো: ১৬০x১৬০ পিক্সেল অথবা ১৮০x১৮০ পিক্সেল (কম্পিউটার এর জন্য), ১৪০x১৪০ পিক্সেল (স্মার্ট ফোনের জন্য) এবং ৫০x৫০ (স্মার্ট ফোনের জন্য)।
কভার ফটো: কভার ফটোর জন্য ৮৫১x৩১৫ পিক্সেল (কম্পিউটার এর জন্য), ৬৪০x৬৪০ পিক্সেল (স্মার্ট ফোনের জন্য) এবং ১০০ কিলোবাইটের মধ্যে ফাইল সাইজ রাখুন। ছবিটি JPEG-তে খুব ভালো আসে না তাই PNG ফরম্যাটে রাখুন। এটি করার জন্য অ্যডোবি ইলাস্ট্রেটর সফট্ওয়্যার ব্যবহার করতে পারেন।