বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। এটি খুব জনপ্রিয় খেলা হলেও অনেকে এর ফিল্ডিংয়ের বিভিন্ন পজিশন বা অবস্থানগুলোর নাম সম্পর্কে অবগত নয়। ফলে ফিল্ডিংয়ের কোনো পজিশনে কোন ফিল্ডার রয়েছে, কোন পজিশনে ফিল্ডার না থাকার কারণে রান হলো কিংবা ক্যাচ ধরতে পারলে না তা নিয়ে অস্পষ্টতা থেকে যায়। আবার কোথাও কোনো আলোচনা হলে সেই আলোচনা উপভোগ করা এবং সেটাতে অংশগ্রহণ করা যায় না। ফলে ক্রিকেট খেলা এবং কমেন্ট্রির আলোচনা খুব একটা উপভোগ্য হয় না। তাই খেলা ভালোভাবে উপভোগের জন্য ফিল্ডিংয়ের পজিশনগুলো নাম জেনে রাখা ভালো। ক্রিকেটে প্রায় ৩৫ টির মতো ফিল্ডিং পজিশন রয়েছে। খেলা চলাকালীন সময়ে ১১ জন খেলোয়াড়কে এই পজিশনগুলোতে রদবদল করা হয়।। এগুলো হলো:
Fine leg | Long leg | Silly mid off | Fifth slip |
Square leg | Deep square leg | Short leg | Gully |
Mid wicket | Deep mid wicket | Forward short leg | Second gully |
Short Mid Wicket | Long on | Backward short leg | Wicket keeper |
Mid on | Third man | Silly point | Bowler |
Mid off | Deep point | Leg slip | |
Point (Cover Point) | Deep cover | First slip | |
Cover | Deep extra cover | Second slip | |
Extra cover | Long off | Third slip | |
Short Extra cover | Silly mid on | Fourth slip |