আমরা যে মোবাইল সেট ব্যবহার করি তার গুণগত মান কেমন বা কোনটি ভালো বা খারাপ তা আমরা মূলত ব্র্যান্ড নাম ধরেই অর্থাৎ নোকিয়া, স্যামসাং, এ্যাপল, সিমফোনি, মাইক্রোম্যাক্স, লাভা ইত্যাদি নামেই বেশি জানি। তাছাড়া সেটটি কোন দেশে তৈরী হয়েছে তা থেকেও মোবাইল সেটের গুণগত মান সম্পর্কে জানা যায়। কিন্তু দোকানে মোবাইল কিনতে গেলে সেটটি কোন দেশে তৈরী এবং এর গুণগত মান কেমন এই নিয়ে অনেক সন্দেহ থাকে। অনেক সময় এ নিয়ে অনেকে প্রতারিত হয়। মোবাইল সেটের IMEI নম্বর দেখে এই সন্দেহটি দূর করা যায়। অর্থাৎ মোবাইল সেটের গুণগত মান এবং তা কোন দেশে উৎপাদিত কিংবা এ্যাসেম্বলড তা IMEI নম্বর থেকে জানা যায়।
প্রত্যেক মোবাইল সেটে একটি IMEI (International Mobile Equipment Identity) নম্বর থাকে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিটি মোবাইল কোম্পানিকে তার উৎপাদিত মোবাইল সেটের একটি আন্তর্জাতিক নম্বর দিতে হয়। এই IMEI নম্বরটি ১৫ সংখ্যার (15 Digits) এর হয়ে থাকে। মোবাইল সেটের বক্সের গায়ে, মোবাইল সেটের ব্যাটারী খুললে কিংবা কী প্যাড থেকে *#০৬# ডায়াল করে এই IMEI নম্বরটি দেখা যায়। সাধারণত প্রতিটি মোবাইল সেটের একটি IMEI নম্বর থাকে। তবে দুইটি সিম যুক্ত সেটের দুইটি IMEI নম্বর থাকে। IMEI নম্বরের প্রতিটি নম্বর কিছু না কিছু অর্থ বহন করে। যেমন- ৯ ১ ১ ২ ২ ১ ১ ০ ৫ ৯ ০ ০ ৭ ৫ ৩ এটি একটি সেটের IMEI নম্বর। এর প্রথম ৬টি সংখ্যা (৯ ১ ১ ২ ২ ১) হচ্ছে টাইপ বিন্যাস/অনুমোদন কোড (Type Allocation/Approval Code), ৭ ও ৮ সংখ্যা হচ্ছে সেটটি কোথায় তৈরী বা এ্যাসেম্বলড হয়েছে তা বুঝায়, ৯ থেকে ১৪ পর্যন্ত সংখ্যা (৫ ৯ ০ ০ ৭ ৫) হচ্ছে পণ্যের ক্রমিক বা সিরিয়াল নম্বর এবং ১৫ তম সংখ্যাটি (৩) হচ্ছে চেক ডিজিট। এখন আপনার সেটটি কোন দেশে উৎপাদিত এবং গুণগত মান কেমন তা দেখা যাক। মোবাইল সেটের কী প্যাড হতে *#০৬# ডায়াল করুন এবং ৭ম ও ৮ম নম্বরটি দেখুন অর্থাৎ ৯ ১ ১ ২ ২ ১ ১ ০ ৫ ৯ ০ ০ ৭ ৫ ৩ এই IMEI নম্বরের ৭ম ও ৮ম নম্বরটি হচ্ছে ১০ বা ০১। অর্থাৎ সেটটি ফিনল্যান্ডে তৈরী এবং এর গুণগত মান সর্বোচ্চ। নিচে ৭ম ও ৮ম নম্বরটি দেখে আপনার সেটটি কোন দেশে তৈরী এবং এর গুণগত মান কেমন তা নিজেই জেনে নিন।
7th-8th Number | Manufactured/ assembled | Quality |
00 | Original Factory | Best quality as max possible |
0 1 or 10 | Finland | High quality |
02 or 20 | Emirates | Very poor quality |
03 or 30 | Korea | Good Quality |
04 or 40 | China | Good Quality but Its Quality will always lower then 00 or 01 or 10. |
05 or 50 | Brazil or USA or Finland | Always a better quality |
06 or 60 | Hong Kong or Mexico or China | Average quality |
08 or 80 | Germany/ Hungary | Fair quality |
91 | Finland | Best quality |
1 3 | Azerbaijan | Too bad & very dangerous for health. |
Thank for an useful post