আমাদের দৈনন্দিন কাজ-কর্মে ইমেইল করা অতীব জরুরী হয়ে পড়েছে। তাই ব্যক্তিগত কিংবা অফিসিয়াল বিভিন্ন প্রয়োজনে কম-বেশি সবার এক বা একাধিক ইমেইল অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু ইমেইলের সাধারণ বৈশিষ্ট্য বা ডিফল্ট সেটিং হচ্ছে একটি ইমেইলে সাইন ইন করলে তা হতে সাইন আউট বা লগ আউট না করা পর্যন্ত অন্য ইউজার আইডি দিয়ে আরেকটি ইমেইল ওপেন করা যায় না। জিমেইল এবং ইয়াহুতে একটি বিশেষ সুবিধা আছে যে এতে একাধিক ইমেইল অ্যাকাউন্ট ওপেন করা যায়। তবে তা জিমেইলের কিংবা ইয়াহুর ইমইল হতে হবে। অন্য কোনো ইমেইল আইডি ব্যবহার করা যাবে না। কিন্তু কিভাবে? মনে করুন আপনার ৩টি জিমেইল অ্যাকাউন্ট আছে। আপনি যে কোনো একটি অথবা যেটি আপনার মূল অ্যাকাউন্ট সেটির আইডি ও পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করুন। সাইন ইন হলে এবার লক্ষ্য করুন, যে পেজটি আসবে সেটির ডান দিকে বৃত্তাকার একটি অংশ রয়েছে অর্থাৎ আপনি যে ছবিটি জিমেইল প্রোফাইলে দিয়েছেন সেই ছবিটির উপরে ক্লিক করুন। এবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন এবং আরেকটি জিমেইলের অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড দিয়ে আরেকটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করেুন। এভাবে মূল অ্যাকাউন্টে গিয়ে আরেকটি ওপেন করুন। দেখবেন ৩টি ট্যাবে উইন্ডোতে ৩টি জিমেইল অ্যাকাউন্ট ওপেন হয়েছে। জিমেইলের স্ট্যান্ডার্ড ভিউ-এ এটি করা যাবে। ধীর গতির ইন্টারনেট কানেকশনে বৃত্তাকার চিতরে নাও আসতে পারে। তবে মনে রাখবেন, শুধুমাত্র আপনার ব্যক্তিগত কম্পিউটারে বা ল্যাপটপে তা করবেন। অন্যের জিমেইল ওপেন থাকলে আগে সেটিকে লগ আউট বা সাইন আউট করবেন। তা না হলে অন্য জন আপনার ইমেইলে প্রবেশ করতে পারবে।
