‘খারিজ’ এর সাধারণ অর্থ ‘বাতিল’। অর্থাৎ কোনো কিছু বাতিল করা হয়েছে বোঝায়। ভূমি আইনে বা ভূমি সংক্রান্ত শব্দগত অর্থে ‘খারিজ’ বলতে, জমির মালিকানা একজনের নাম থেকে অন্য জনের নামে পরিবর্তন করে নেওয়াকে বোঝায়। অর্থাৎ খারিজের পর পূর্বের মালিকানা বাতিল বলে গণ্য হয়। কেউ কোনো জমি কিনলে ঐ জমির পূর্বের মালিকের নাম বা মালিকানা পরিবর্তন করে নতুন নামে বা মালিকানায় তা লিপিবদ্ধ বা রেজিস্ট্রি করতে হয়।
