বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল যা ওয়েব সাইটে থাকা বিভিন্ন খবর, রিপোর্ট, ফিচার, গবেষণামূলক লেখা, বই, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি তৎক্ষণিক আপনার সামনে হাজির করবে। গুগলে সাধারণত ইংরেজি ভাষায় ইন্টানেটের কনটেন্ট সার্চ করা হয় এবং সাধারণত সার্চ ফলাফলে হিসেবে ইংরেজি কনটেন্ট পাওয়া যায়। অন্যান্য ভাষার কনটেন্ট সাধারণত সার্চে আসে না। অর্থাৎ ইংরেজি লেখা দিয়ে সার্চ করলে বাংলায় লেখা কনটেন্ট সাধারণত সার্চ পেজে আসে না। কিন্তু কখনও যদি মনে হয় কোনো বিষয়ে বাংলা লেখা সম্বলিত কোনো কিছু খোঁজা দরকার তাহলে কি করবেন?
ইন্টানেটে বাংলা ভাষায় বা বাংলায় লেখা কোনো কনটেন্ট সার্চ করতে হলে আপনাকে বাংলায় লিখতে হবে। অর্থাৎ যা সার্চ করতে চাচ্ছেন তা গুগলে বাংলায় লিখুন। গুগলের সার্চ বক্সে বাংলায় লিখতে হলে ইউনিকোড বাংলা দিয়ে লিখতে হবে। আপনার কম্পিউটারে বিজয় কিংবা অভ্র বাংলা লেখার সফটওয়্যার থাকলে তা দিয়ে লিখতে পারবেন। ইউনিকোড বাংলা লিখতে হলে Ctrl+Alt চেপে V চাপতে হয়। আবার Ctrl+Alt চেপে রেখে V চাপলে ইংরেজি লিখতে পারবেন। এবার গুগল সার্চ বক্সে গিয়ে (www.google.com) যে বিষয়ে সার্চ করতে চাচ্ছেন তা লিখুন এবং এন্টার দিন। দেখবেন শুধু বাংলা লেখা সম্বলিত কনটেন্টগুলো এসেছে। এবার আপনার প্রয়োজন মতো লিংকে গিয়ে আপনার প্রয়োজনীয় কনটেন্ট পড়–ন। উল্লেখ্য যে, কী বোর্ড থেকে Ctrl+Alt চেপে রেখে V চাপলে ইউনিকোড বাংলা, Ctrl+Alt চেপে V চাপলে ইংরেজি এবং Ctrl+Alt চেপে B চাপলে সাধারণ বাংলা লিখা যায়। stromectol koupit
