যারা ওয়ার্ডপ্রেস নিয়ে ওয়েবসাইট তৈরীর কাজ করেন তাদের একটি সমস্যা দেখা দিতে পারে। এটি হচ্ছে ওয়েবসাইট থিম বা প্লাগইনস আপডেট করতে গিয়ে হঠাৎ Briefly unavailable for scheduled maintenance. Check back in a minute. বার্তাটি দেখাতে পারে। ফলে যে ওয়েব সাইটটি তৈরী করছেন সেটিতে না গিয়ে একটি সাদা পেজে ঐ বার্তাটি দেখাচ্ছে। এটি সমাধানে জন্য cPanel/File Manager/Web Root (Tick mark on Show hidden files) –এ গিয়ে .maintenance লিখে সার্চ দিন এবং ফাইলটি ডিলিট করুন। যদি তা Localhost হয় তবে C:/xampp/htdocs এ গিয়ে .maintenance লিখে সার্চ দিন এবং ফাইলটি ডিলিট করুন। এবার ব্রাউজার রিফ্রেস করলে ঐ সমস্যাটি আর থাকবে না।