ব্যক্তিগত কিংবা অফিসিয়াল বিভিন্ন প্রয়োজনে আমাদের কম-বেশি সবার এক বা একাধিক ইমেইল অ্যাকাউন্ট রয়েছে এবং প্রতিদিন তা ব্যবহার করতে হয়। ডেক্সটপ কম্পিউটারে তা ব্যবহার করা সহজ হলেও এ্যান্ড্রয়েড সেটে ইমেইল সেট করা অনেকের কাছে কিছুটা কঠিন। এ্যান্ড্রয়েড সেটে একাধিক ইমেইল অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনার এ্যান্ড্রয়েড সেটের Settings > Add account এ গিয়ে আপনার এ্যাকাউন্ট জিমেইল হলে Google-এ ক্লিক/টাচ করুন। এবার Existing এ টাচ করুন এবং আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করুন (.gmail.com/.yahoo.com এই এক্সটেনশন না লিখলেও চলে, শুধু আইডি দিন)। এবার আপনার আরেকটি ইমেইল যদি ইয়াহু হয়ে তবে ঐ একই নিয়মে Yahoo-এ ক্লিক/টাচ করুন এবং ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইয়াহু অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার জিমেইলে কিংবা ইয়াহুতে একাধিক ইমেইল অ্যাকাউন্ট থাকলে তা ঐ একই নিয়মে ওপেন করুন। এবার জিমেইল অ্যাপসটি চালু করুন। জিমেইল অ্যাপসটি না থাকলে তা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
