আমাদের বিভিন্ন প্রয়োজনে কম-বেশী সবাইকে ইমেইল এবং ফেসবুক ব্যবহার করতে হয় এবং তা সাধারণত ইংরেজি ভাষায় করতে হয়। কিন্তু অনেকে ইংরেজিতে, ফেসবুকে মন্তব্য লিখতে কিংবা ইমেইলে চিঠি লিখতে বা ইমেইল করতে সাচ্ছন্দ্যবোধ করেন না। বাংলায় ফেসবুকিং করা কিংবা বাংলা ভাষায় ইমেইল করা খুব সহজ। ফেসবুকে বাংলায় লেখা কিংবা ইমেইল করতে হলে আপনার কম্পিউটারে ইউনিকোড সম্বলিত বাংলা লেখার সফটওয়্যার থাকতে হবে, যেমন- বিজয় বায়ান্ন, বিজয় একাত্তর কিংবা অভ্র। সফটওয়্যারটি ইন্সটল না থাকলে আপনার সুবিধামতো বা যেটিতে আপনি অভ্যস্ত সেই সফটওয়্যারটি ইন্সটল করে নিন। এবার বাংলা লেখার জন্য Ctrl+Alt চেপে রেখে V চাপুন। এবার ফেসবুকে, ইমেইেলের বডিতে কিংবা শিরোনামে বাংলায় লিখুন এবং মেইল পাঠান। তবে ইমেইল অ্যাড্রেস অব্যশই ইংরেজিতে লিখতে হবে। বাংলা হতে আবার ইংরেজি লিখতে হলে পুনরায় Ctrl+Alt চেপে রেখে V চাপুন। এভাবে Ctrl+Alt চেপে রেখে V চেপে বাংলা ও ইংরেজি লেখা যায়।
