বিশ্বে ইউটিউব বহুল জনপ্রিয় একটি সাইট। কিন্তু এই সাইট হতে সহজে ভিডিও ডাউনলোড করা যায় না। এর জন্য বিভিন্ন ‘ইউটিউব ডাউনলোডার’ পাওয়া যায় যেগুলো অর্থ দিয়ে কিনতে হয়। আবার ইন্টারনেটে বেশ কিছু ক্র্যাক সফ্টওয়ার কিন্তু সেগুলো বেশি দিন কাজ করে না। অবশ্য যারা ব্রাউজার হিসেবে মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। নিচের লিংকের যে কোনো একটিতে ক্লিক করে চিত্রের কয়েকটি প্রক্রিয়া অবলম্বন করে ইউটিউব থেকে সহজেই যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন।
লিংক-১
https://addons.mozilla.org/en-US/firefox/addon/youtube-video-and-audio-dow
লিংক-২
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1-click-youtube-video-downl/