অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এখন কম-বেশি সবার হাতে। এর ব্যবহার খুব একটা জটিল বিষয় নয়। কিন্তু ডিসপ্লে থেকে কিছু হারিয়ে গেলে অনেককে সমস্যায় পড়তে হয়। যেমনঃ ডিসপ্লেতে একটি বড় ডিজিটাল কিংবা এ্যানালগ ঘড়ি থাকে। কিন্তু অনেক সময় এটি হারিয়ে যায়। আবার কেনার সময় অনেকে এই ঘড়িটি ডিসপ্লেতে সেট করে দেন না। ফলে প্রয়োজন হলে সময় দেখা নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। এটি সাধারণ নিয়মে সেটিংস থেকে তারিখ ও সময় ঠিক করলেও এটি স্ক্রীনের ডিসপ্লেতে বা বড় ঘড়িতে প্রদর্শন করে না। ডিসপ্লেতে ডিজিটাল কিংবা এ্যানালগ ঘড়ি সেট করতে হলে তিনটি নিয়ম আছে। ১) ডিসপ্লেতে বা স্ক্রীনে কিছুক্ষণ টাচ বা চেপে রাখুন। দেখবেন নিচে Wallpapers Widgets Settings নামে ৩টি অপশন আসবে। Widgets অপশনটিতে টাচ করুন বা চাপ দিন। এবার দেখবেন অনেকগুলো Widgets দেখাবে। যে ডিজিটাল কিংবা এ্যানালগ ঘড়ি আপনি ডিসপ্লেতে সেট করবেন সেটি কিছুক্ষণ চেপে ধরুন এবং ডিসপ্লে অপশনটি আসলে ছেড়ে দিন। ২) অ্যান্ড্রয়েডের ডিসপ্লেতে বা স্ক্রীনের নিচে আপশন রয়েছে। ডান দিকের ‘ডবল বক্স’ অপশনটিতে টাচ বা চাপ দিন। দেখবেন নিচে Wallpapers Widgets Settings নামে ৩টি অপশন আসবে। Widgets অপশনটিতে টাচ করুন বা চাপ দিন। এবার দেখবেন অনেকগুলো Widgets দেখাবে। ডিজিটাল কিংবা এ্যানালগ ঘড়ি যেটি আপনি ডিসপ্লেতে সেট করবেন সেটি কিছুক্ষণ চেপে ধরুন এবং ডিসপ্লে অপশনটি আসলে ছেড়ে দিন। ৩) গুগল প্লে স্টোর থেকে Clock Widget লিখে সার্চ দিন। এ্যাপসটি ইন্সটল করুন। দেখবেন স্ক্রীনে বা ডিসপ্লেতে ঘড়ি প্রদর্শন করবে।