যে দোয়াটি অধিক সময় পাঠ করা যায়:
রব্বানা আ-তিনা-ফিদ দুনইয়া- হাসানাতাও অ ফিল আ-খিরতি হাসানাতাও অক্বিনা আযাবান নার।
অর্থ: হে আল্লাহ! আমাদেরকে ইহকাল ও পরকালে কল্যাণ দান কর। আর আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাঁচাও।
(সূরা আল বাকারা-২:২০১, বুখারী হা/৬৩৮৯, মিশকাত হা/২৪৮৭)